শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে বিদেশি পিস্তলসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলা বাঘড়া এলাকায় অভিধান চালিয়ে বিদেশি পিস্তলসহ রাহাত তালুকদার (২৪) বায়েজিদ(২৭) ও তরিকুল ইসলাম (২২) নামে ৩ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করে শ্রীনগর থানার পুলিশ। গ্রেফতারকৃত তিন জনই পদ্মার চর, আড়িয়ল বিল ও বাগড়া ইউনিয়নের ত্রাস বিকাশ গ্রুপের সদস্য। পুলিশ জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্রীনগরসহ বিভিন্ন থানা একাধিক মামলা রয়েছে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাইয়ুমউদ্দিন চৌধুরী জানান গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।