শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।মঙ্গলবার দুপুরে বিদ্যালয় সংলগ্ন শ্রীনগর – নওপাড়া সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। পরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাড়াগাঁও বাজারে গিয়ে শেষ করে। এতে ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করে। এসময় বক্তারা বলেন, স্থানীয় আওয়ামী নেতা ও ভূমিদস্যু শাহীন সরদার কর্তৃক আধুনিক শিক্ষার সুতীকাগার আমাদের মাতৃসম শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী পাড়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের বিরুদ্ধে আজ আমরা মানববন্ধনে দারিয়েছি। বিদ্যালয়ের জমি আসএস রেকর্ডসহ সকল কাগজ থাকার পরেও শাহীন সরদার জবরদখলের চেষ্টা করছে। বিগত সরকারের সময় সে রাতের আধারে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বিদ্যালয় জায়গা দখল করে একটি বিল্ডিং তৈরি করছে। এখন আবার রাতের আধারে লেবার এনে বিদ্যালয় মাঠে জায়গায় দেয়াল তৈরির পায়তারা করছে। বিদ্যালয়ের মাঠ ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সভাপতি আব্দুল মান্নান মাস্টার, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নুরুজ্জামান শিকদার, পারাগাঁও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী জলিলুর রহমান, তন্তর ইউনিয়ন বিএনপি সভাপতি আনোয়ার হোসেন হৃদয়, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, আলাউদ্দিন বেপারী,সিরাজুল ইসলাম,প্রাক্তন ছাত্র মুঞ্জুর রহমান,আলমগীর মল্লিক, থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য অনিক প্রমুখ