শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধ, শ্রীনগরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোঃ ইব্রাহিম চোকদার (৪০) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টায় শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের মাসুরগাঁও পুরাতন ফেরিঘাট সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। মাওয়া রেল পুলিশের এটিএসআই নুরুল হক জানান সুন্দরবন এক্সপ্রেস এ কাটা পড়ে অজ্ঞতা এক যুবকের লাশ রেললাইনে উপর পড়েছিল। এ সময় নিহত ওই যুবকের পকেটে থাকা ব্যাংক ক্রেডিট কার্ডের সূত্র ধরে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তির নাম মোঃ ইব্রাহিম চোকদার। সঠিক নাম ঠিকানার জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।