মুন্সীগঞ্জ শ্রীনগরে দক্ষিণ পাইকসা গ্রামের রহুল আমিন বেপারী ও শাহাদাত বেপারী বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে । শনিবার গভীর রাতে ডাকাতির এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল উভয়ের ঘর হতে নগদ ৯ লক্ষ টাকা, সাড়ে ১০ ভরি স্বর্ণ ০৩ টি মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতের হামলায় রহুল বেপারী মেয়ে স্বর্ণা ও ছেলে রাকিবুল বেপারী আহত হয়েছে।
বাড়ির মালিক রহুল আমিন বেপারী জানান রাত ২ টা দিকে ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে, অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিমি করে দুই ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। এ সময় ডাকাতের মারপিটে ২ জন আহত হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান এই ব্যাপারে আমরা অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
মন্তব্য করুন