নির্ধারিত সময়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত না হওয়ায় মুন্সিগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী জয়নাল আবেদীনের মনোনয়ন পত্র গ্রহণ করা হয়নি। নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ক্রয় ও জমাদানের শেষ সময় ছিল। তবে পূর্ব নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির এই নেতা। এতেই বাধে বিপত্তি।
মনোনয়নপত্র জমা না দিতে পারার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জয়নাল আবেদীন। তবে এদিন জেলার অপর দুটি আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে।
জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত কয়েকজন জানান, বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে দুপুর থেকেই প্রার্থীরা একে একে মনোনয়নপত্র জমা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট। তবে বিকেল চারটার পর নতুন করে আর কারো মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। বিকেল চারটার কয়েক ঘণ্টা পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন জয়নাল আবেদীন। এ সময় মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করলেও তা গ্রহণ করা হয়নি। পরে কার্যালয় ত্যাগ করেন তিনি।
এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি ও মুন্সিগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন বলেন, আমি অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বারবার চেষ্টা করেছি। তবে সেটি হয়নি। পরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কাগজপত্র নিয়ে যাই। সড়কে একটি ভ্যান গাড়ির সঙ্গে আমার গাড়ি দুর্ঘটনা ঘটে। এতে আমার সময় বিলম্ব হয়ে যায়।
আপিল করার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে জয়নাল আবেদিন বলেন, আমি অনলাইনে বারবার চেষ্টা করার পরও এটি না হওয়ায় আমার এই বিপত্তিতে পড়তে হয়েছে। এখান থেকে আমাকে আপিল করার পরামর্শ দিয়েছে, আমি নির্বাচন কমিশনে আপিল করবো। আশা করি আপিলে আমার মনোনয়ন গ্রহণ করা হবে।
মন্তব্য করুন