শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে আব্দুল কুদ্দুস (৫৫) নামক রি-রোলিং কারখানার এক নিরাপত্তা কর্মীর গলাকাটা লাস উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরুদিয়া গ্রামের লিজেন্ড স্টিল এন্ড রি-রোলিং কারখানার ভিতরে চেয়ায়ের সাথে হাত-পা বাঁধা ও ধারালো অস্ত্র দিয়ে গলাকাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে শ্রীনগর থানার পুলিশ।
নিহত আব্দুল কুদ্দুস মাদারীপুরের কাওড়াকান্দি এলাকার মৃত লাল মিয়া আকনের ছেলে। সে স্ব-পরিবারে ঢাকার জুড়াইন এলাকার বাচ্চু হাজীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবা করতেন। স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুস গত ৭/৮ বছর ধরে এই প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করেন তারা। তাকে পরিকল্পিতভাবে চেয়ারের সাথে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে, হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ মাঠে রয়েছে।
মন্তব্য করুন