লিসান আহমে শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পারাগাঁও মল্লিকবাড়ীতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে ২টি ইউনিট কাজ করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
স্থানীয়রা জানান, রাত দুইটা দিকে ওই গ্রামের রমিজউদ্দিনের রান্নাঘর থেকে আগুনের আগুনের সূত্রপাত হয়ে,
তা মুহুর্তের মধ্যেই পুরো বাড়ীতে আগুন ধরে যায়। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মী এসে প্রায় এক ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে ছোট-বড় মিলিয়ে ৭ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে এ অগ্নিপাতের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে আমাদের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্তব্য করুন