মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হাইস্কুল মাঠে বুধবার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়ার আয়োজনে এই মাহফিল শেষে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জল এবং শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়ার সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিক ভুইয়ার সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, সিনিয়র সহ-সভাপতি আলম বেপারী, যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম বাদশা, স্বেচ্ছাসেবক দলনেতা জাহাঙ্গীর মৃধা, নারী ও শিশু ফোরামের জসিম মোল্লা, লিমন লস্কর, মাহমুদ হাসাদ ফাহাদ, রিমন হোসেন, কোতয়ালী থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কাউসার আহম্মেদ জজ, শ্রীনগর কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইসমাইল আহম্মেদ টিপু, রুবেল আমিন, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা ফাহিম, কবি নজরুল কলেজের সাবেক ক্রীড়া সম্পাদক আবির টুটুল এবং কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আলী। এছাড়া ইউনিয়ন শ্রমিক নেতা দেলোয়ার হোসেন খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়, যা উপস্থিত জনসাধারণের মাঝে যথেষ্ট সাড়া ফেলেছে।
মন্তব্য করুন