মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান ও তার চাচাতো ভাই রেজানুর খান রতনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
এ সময় ডাকাত দল দুই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুট করেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে শ্রীনগর উপজেলার বারৈইখালি ইউনিয়নের শিবরামপুর গ্রামে এ ডাকাতির ঘটনাটি ঘটে। সচিবের বড় বোন রওশনআরা জানান, আনুমানিক রাত দুইটার দিকে ১০/১২ জন সঙ্ঘবদ্ধ ডাকাত দল বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে তার ভাই সচিব সেলিম খান এর ঘর হতে নগদ ৩ লক্ষ ৯০ হাজার টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে।
তিনি জানান সচিব স্ত্রীর সন্তান নিয়ে ঢাকায় থাকলেও তার পরিবারের অন্য সদস্যরা এই বাড়িতে বসবাস করেন। একই সময়ে ডাকাত দল রেজানুর খান রতনে ঘর থেকে নগদ ২ লক্ষ টাকা, ১২ ভরি ওজনের স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার।
শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান আমাদের একাধিক টিম কাজ করছে, জড়িতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।