বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফত আলী সপুর উপস্থিতিতে শ্রীনগর উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে ।
বৃহশ্পতিবার সকাল ১১টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীরা শ্রীনগর জমজম টাওয়ারে এসে জড়ো হয়। এরপর দুপুর ১২ টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ শ্রীনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হলে এক বর্ণাঢ্য র্যালি বের হয় ।
এ সময় শ্রীনগর কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ ইসমাইল আহমেদ টিপু’র নেতৃত্বে শরফত আলী সপু সহ অন্যান্য নেতাকর্মী নিয়ে র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডাকবাংলোতে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এ সময়ে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরফত আলী সপু সহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা কর্মীরা সমাবেশে বক্তব্য রাখেন।
মন্তব্য করুন