বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীনগর উপজেলা ছাত্রদল এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে। বুধবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীরা শ্রীনগর সরকারি কলেজ মাঠে জড়ো হতে থাকে।
দুপুর ১২টায় সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও শ্রীনগর উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে র্যালিটি শুরু হয়। শ্রীনগর থানা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমনের নেতৃত্বে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলোতে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
• শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা
• সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান
র্যালিতে অংশ নেন:
• শ্রীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন
• সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল
• যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস
• সদস্য সচিব মামুনুর রশীদ মামুন
• ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি পলাশ আহম্মেদ
• সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ রানা
• সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিমুল
• যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত দোলন, সিহাব আলী
• সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি, অনিক খান
• কলেজ শাখা ছাত্রদল নেতা নিলয়, রায়হান, মিরাজুল, ইরফান ফাহিমসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ।
উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়। ছাত্রদলের ঐতিহ্য ধরে রাখার প্রতিশ্রুতিসহ নেতৃবৃন্দ আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন