“দলের অস্তিত্বের স্বার্থে নির্বাচনে গিয়েছি,অবৈধ সুবিধা নেইনি,অন্যায়ও করিনি কিন্তু জুলাই বিপ্লবে ছাত্র-জনতার পাশে থেকেছি”
মঙ্গলবার দুপুর বারোটায় বারিধারাস্থ নিজ বাসভবনের ছাদে আয়োজিত সংবাদ সম্মেলনে বিকল্পধারা বাংলাদেশের মুখপাত্র মাহী বি চৌধুরী বলেন-“দলের অস্তিত্বের প্রশ্নে ২০১৮ সালে সংসদ নির্বাচনে মহাজোটের সাথে নির্বাচনী সমঝোতায় গিয়েছি ।
নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগসহ দেশের প্রায় সকল নিবন্ধিত দলই অংশগ্রহন গ্রহন করে। সেই নির্বাচনে মহাজোটের একতরফা বিজয় হওয়ায় দেশের মানুষ আশাহত হয়েছে। আমরা মহাজোটের সাথে থাকায় এ দেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে আমাদের সিদ্ধান্ত ভুল বিবেচিত হয়েছে।তবে আমরা দৃঢ়তার সাথে বলতে পারি বিকল্প ধারার দুজন এমপিই ছিলেন অন্যান্যদের চাইতে ব্যতিক্রম।আমরা ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা,রাজউকের প্লটসহ অবৈধ বা অন্যায় কোনো সরকারি সুবিধা নেইনি।
২০২৪ সালে মহাজোট থেকে বেরিয়ে এসে এককভাবে নির্বাচনে অংশগ্রহন ছিল ২০১৮ সালের ভুল সংশোধনের প্রথম পদক্ষেপ।বিগত নির্বাচনে যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল বিকল্পধারা বাংলাদেশের স্বকীয় রাজনীতিতে এবং নিজস্ব আদর্শে ফিরে আসা।সেই কারণেই ২০১৮ সালের একতরফা ও বিতর্কিত নির্বাচনে অসম্মানজনক বিজয়ের চাইতে ২০২৪ সালের পরাজয়কে আমাদের কাছে বেশি সম্মানজনক মনে হয়েছে”।
তিনি আরো বলেন-“দেশ ও জনগনের প্রতি দায়বদ্ধতা থেকেই জুলাই-আগষ্ট বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ছাত্র-জনতার পাশে থেকেছি। সাবেক রাষ্ট্রপতি ডাঃ বি চৌধুরী প্রতিষ্ঠিত উত্তরা উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে শত শত আহত আন্দোলনকারীদের একমাত্র আমরাই দিনরাত চব্বিশ ঘন্টা বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছি।দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আপ্রাণ চেষ্টা করেও আমরা তিনজন বিপ্লবীকে বাঁচাতে পারিনি”।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহী বি চৌধুরী বলেন- বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে 29 জুলাই সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ বি চৌধুরী আন্দোলনকারী ছাত্র-জনতার সকল ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি জোরালো দাবি জানান এবং বিকল্প ধারার সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন-“আমাদের সন্তানদের গুলি করে হত্যা করা ক্ষমাহীন অপরাধ। রাজনীতির দোহাই দিয়ে হত্যাকান্ডকে গ্রহনযোগ্য করার কোনো সুযোগ নেই।তিনি শাসক দলকে মনে করিয়ে দিয়ে বলেন- রাজনীতি,দল,সরকার অথবা ক্ষমতা কোনো কিছুই আমাদের সন্তানদের জীবনের চাইতে অধিক মূল্যবান নয়”।
আরেক প্রশ্নের জবাবে মাহী বি চৌধুরী বলেন- অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে বিকল্প ধারা বদ্ধপরিকর।ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গঠিত এই সরকার ব্যর্থ হলে আমরা ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবো এবং আমাদের আশংকা বাংলাদেশ আবারো দীর্ঘ সময়ের জন্য অন্ধকারে পথ হারাবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ওয়াসিমুল ইসলাম,ওবায়দুর রহমান মৃধা,আসাদুজ্জামান বাচ্চু,জুবরান গাজী,হাজী নাছিরউদ্দিন,আমিনুল ইসলাম বুলু,জাহাঙ্গীর চৌধুরী, মাজহারুল ইসলাম শিহাব প্রমুখ।
মন্তব্য করুন