মুন্সীগঞ্জের শ্রীনগরে ফিলিং স্টেশনের ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, উদ্ধারকাজে গ্যাস বিস্ফোরণে আহত ৫ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ফিলিং স্টেশনের পরিত্যক্ত ট্যাংক থেকে জুনায়েদ (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা ট্যাংকে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
শ্রীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার কার্যক্রম শুরুর আধা ঘণ্টা পর ট্যাংকের গ্যাস বিস্ফোরণ ঘটে, এতে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী অগ্নিদগ্ধ হন। গুরুতর আহত এক কর্মীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উদ্ধার কার্যক্রম বিলম্বিত হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকা কবির জানিয়েছেন, এ ঘটনায় তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে, তাদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাঁসাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাব্বির আহমেদ নাসিমের মালিকানাধীন ফিলিং স্টেশনটি প্রায় এক মাস ধরে বন্ধ ছিল। ট্যাংক পরিষ্কারের কাজ চলছিল, তবে ট্যাংকের মুখ খোলা রাখা হয়েছিল কেন, তা জানা যায়নি।
ফিলিং স্টেশনে কাজ করা ও রাতে ঘুমানো আলমপুরের রাহাত (১২), হাঁসাড়ার জুনায়েদ (১০) এবং আরও এক শিশু নিখোঁজ ছিল। জুনায়েদের মরদেহ উদ্ধার করা হলেও বাকি দুই শিশুর সন্ধান পাওয়া যায়নি। রাত ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চলমান ছিল।
জুনায়েদ ছিল চার ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। সে হাঁসাড়া নয়াপাড়া এলাকার নুরু শেখের ছেলে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন