din9808
৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফেনীতে সীমান্তে এসে বাংলাদেশকে কটাক্ষ করে ভারতীয়দের বিক্ষোভ-সমাবেশ

ফেনী: ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরে ভারতীয় সীমানা থেকে বাংলাদেশকে কটাক্ষ করে বিভিন্ন উগ্র বক্তব্য ও স্লোগান দিয়েছেন ভারতীয়রা। সনাতনী হিন্দু সমাজের ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠান থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান তারা।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় বিলোনিয়া স্থলবন্দর এলাকায় ভারতের নোম্যান্সল্যান্ডে প্রবেশ করে বাংলাদেশের দিকে মাইক তাক করে উচ্চ শব্দে প্রায় ৩০ মিনিট উগ্র বক্তব্য ও নানা স্লোগান দেন তারা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকেও (বিএসএফ) সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে। পরে বিক্ষোভকারীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করেন।  

এদিকে সেখানে বিক্ষোভকারীদের মধ্য থেকে এক ব্যক্তির দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে বাংলাদেশকে নিয়ে নানা উসকানিমূলক ও কটাক্ষ করে কথা বলেন তিনি। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

ভিডিওতে ওই ব্যক্তি বলেন, দেশ (বাংলাদেশ) যার উপরে ভরসা রাখে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যাদের উপরে থাকে তারা আজ কোনো কাজ করছে না। বাংলাদেশের সেনাবাহিনী তাদের পোশাক রেখে মৌলবাদীর পোশাক পরে হিন্দু নিধনের কাজ চালাচ্ছে। বাংলাদেশে যেভাবে অনৈতিকভাবে হিন্দুদের অত্যাচার করছে, আমরা সীমানা ডিঙিয়ে বাংলাদেশে ঢুকে অক্ষরে অক্ষরে জবাব দিতে প্রস্তুত রয়েছি। আপনাদের হুঁশিয়ারি করে দিতে চাই।  

ভিডিওতে তিনি বলেন, আমাদের চিন্ময় কৃঞ্চ দাস প্রভুকে মিথ্যা মামলায় এরেস্ট (গ্রেপ্তার) করেছে। উনার বাড়িও কিন্তু বেশিদূর নয়, এ বিলোনিয়াতেই। শিগগিরই তাকে মুক্তি দিতে হবে।  

ভিডিওতে এ ব্যক্তি বাংলাদেশকে হুঁশিয়ারি করে আরও বলেন, ভারত থেকে পাসপোর্টের মাধ্যমে যারা বাংলাদেশে গেছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী উলঙ্গ করে তাদের পরিচয় জানতে চেষ্টা করছেন। যদি হিন্দু কেউ হয়, তাহলে তাকে অসম্মানজনকভাবে তল্লাশি করা হচ্ছে। আপনারা সতর্ক হয়ে যান। এ সীমানা পার হতে আমাদের মাত্র এক মিনিট সময় লাগবে। এ ধরনের অনৈতিক কাজ করলে আমরা প্রত্যেকে হনুমান সেনা হয়ে উচিত জবাব দেব। অস্ত্র-লাঠি হাতে নিয়ে, যার যেমন খুশি তা হাতে নিয়ে গিয়ে আপনাদের সঠিক জবাব দিতে প্রস্তুত রয়েছি। অতিবিলম্বে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করছি।
 
এ সময় ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক অ্যাকশন’, ‘জয় শ্রীরাম’, ‘ইসকন ও মন্দিরের ওপর হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘ভারতীয় পণ্য বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না’, ‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ কর, করতে হবে’, ইউনুসের গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘রাজাকার-মৌলবাদ, নিপাত যাক’-এমন নানা স্লোগান দেন তারা।  

বিলোনিয়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক শাহ আলম বলেন, রোববার সন্ধ্যার দিকে চেকপোস্টের প্রবেশ মুখে ভারতের কিছু লোকজন উগ্র স্লোগান শুরু করে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থলবন্দরের কার্যক্রমও স্থিতিশীল রয়েছে।  


আতঙ্কে সীমান্তের বাংলাদেশিরা

এদিকে সীমান্তে ভারতীয়দের এমন উগ্র বক্তব্যে স্থানীয় বাংলাদেশি নাগরিকদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তাদের দাবি, বিগত কোনো সময়ে এমন কিছু দেখা যায়নি। এনিয়ে সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।

মো. সাকিব নামে স্থানীয় এক তরুণ বলেন, রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় আকস্মিক বিলোনিয়া স্থলবন্দরে এসে সনাতন ধর্মের লোকজন বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে নানা উগ্র কথা বলেছেন। তারা বাংলাদেশের দিকে মাইক তাক করে আধাঘণ্টার বেশি সময় এসব বক্তব্য দিয়েছেন। আমরা এপারের মানুষজন আতঙ্কে দিন পার করছি।

মাসুদ নামে স্থানীয় আরেক বাসিন্দা বলেন, বিগত সময়ে কখনো এ ধরনের ঘটনা দেখিনি। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ চাই। আমাদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের ভূমিকা রাখতে হবে।    


যা বলছে বিজিবি

ভারতীয়দের এমন কাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ প্রসঙ্গে বিজিবির মজুমদারহাট বিওপির কোম্পানি কমান্ডার সৈয়দ কামরুল আলম মজুমদার বলেন, ওইসময় বিজিবির সদস্যরা বিলোনিয়া স্থলবন্দরে অবস্থান নেন। পরে বিএসএফের কোম্পানি কমান্ডারকে ডেকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ। কিন্তু ইসকনের ভারতীয় কিছু লোকজন সীমান্তে এসে উগ্র বক্তব্য দিয়েছেন। বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) অবহিত করা হয়েছে। আগামীতে সীমান্তে এ ধরনের কিছু হবে না বলে তারা আশ্বস্ত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগর পদ্মা নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

শ্রীনগরে বস্ত্র ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১০

বৈশাখের প্রথম প্রহরে শ্রীনগরে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

শ্রীনগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোচালক আহত

শ্রীনগরে অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত, আহত দুই

ঈদের দিন থেকে টেলিটকের ডাটা প্যাকেজের দাম কমছে

চীন থেকে ২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ-ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ

চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

শ্রীনগরে বিদেশী অস্ত্র ও ম্যাগাজিনসহ যুবক গ্রেফতার

শ্রীনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

১০

দীর্ঘ ৭মাস পর কবর থেকে তোলা হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আলামিনের লাশ

১১

শ্রীনগরে তরুণীর রহস্যজনক মৃত্যু

১২

শ্রীনগরে পুত্রবধূর পরকীয়া প্রেমিকের কান কামড়ে ছিড়ে নিল শ্বশুর

১৩

শ্রীনগরে ছিনতাইকরে পালানোর সময় জনতার হাতে ৩ ছিনতাইকারী আটক

১৪

শ্রীনগরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি’র মানববন্ধন

১৫

শ্রীনগরে কবর খুঁড়ে আবারো কঙ্কাল চুরি

১৬

পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

১৭

শ্রীনগরে দোকানের ভিতর থেকে ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

১৮

শ্রীনগরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি

১৯

বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার: প্রধান উপদেষ্টা

২০