মুন্সীগঞ্জ-১ আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষে দোয়া মাহফিল ও দলীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহিউদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় সিরাজদিখান উপজেলায় ও দুপুর ১২টায় শ্রীনগর উপজেলার নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিবেন।
সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন আহমেদ শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুনসহ নেতাকর্মীদের নিয়ে শ্রীনগর উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মন্তব্য করুন