তাঁরাটিয়া প্রিমিয়ার লীগ টিপিল এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, খেলাটি তারাটিয়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়, ২৬ শে এপ্রিল শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে ,প্রতিবছরের মত এবারো খেলার আয়োজন করে তাঁরাটিয়া এলাকাবাসী ও যুবসমাজ। খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় সংসদ সদস্য মুন্সিগঞ্জ-১
মহিউদ্দিন আহমেদের ছেলে কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আনিসুর রহমান রিয়াদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী রুহুল আমিন ,সভাপতি,বাড়ৈগাও ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ,রফিকুল আলম চুন্নু, সমাজ সেবক,তাঁরাটিয়া,সোলায়মান শেখ,সাবেক-সভাপতি,তাঁরাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,মেছের আলী ,প্যানেল চেয়ারম্যান, আটপাড়া ইউনিয়ন পরিষদ,হাজী মোসলেম বেপারী, সমাজ সেবক,তাঁরাটিয়া, সোহরাব শিকদার , সমাজ সেবক,তাঁরাটিয়া,সাত্তার ফারুকী,সাবেক শিক্ষক ,বেলায়েত হোসেন বাদল, সমাজ সেবক,তাঁরাটিয়া,আবু বক্কর সিদ্দিক শিকদার, সমাজ সেবক,তাঁরাটিয়া,আলাউদ্দিন বেপারী, সমাজ সেবক,তাঁরাটিয়া,মিজানুর রহমান হাওলাদার,সভাপতি,আটপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ,মোখলেসুর রহমান , সমাজ সেবক,তাঁরাটিয়া,সোহেল সিকদার, সমাজ সেবক,তাঁরাটিয়া,আলমগীর সিকদার, সমাজ সেবক,বেলতলী,পলাশ শিকদার সমাজ সেবক,বেলতলী।
সভাপতিত্ব করেন জনাব আব্দুল হাই সিকদার, সভাপতি, আটপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ।
পরিচালনা করেনঃ সেলিম সিকদার,মাসুম বেপারী ও শাওন শিকদার।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন শিকদার পাড়া একাদশ বনাম মায়ের দোয়া একাদশ।
টসে জিতে ব্যাটিং এর সিদ্বান্ত নেয় শিকদার একাদশ।
৯ ওভার শেষে শিকদার একদাশ ৩ উইকের ১৬৯ রান সংগ্রহ করে।১৭০ রানের টার্গেটে বেট করে মায়ের দোয়া একাদশ ৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে।
শিকদার একাদশ ৭৪ রানে জয় লাভ করে তারাটিয়া প্রিমিয়ার লীগ সিজন ৮ এর চ্যাম্পিয়ন হয়।
বিল্লাল শিকদার ৭৬ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ , এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় ইমতিয়াজ রিফাত ,চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ, এবং রানার্সআপ দলকে ৩২” এলইডি টিভি প্রদান করা হয়
মন্তব্য করুন