মুন্সীগঞ্জ শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর বাসস্ট্যান্ডে সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী নিজাম পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, তবে তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চলছে। এ ঘটনায় ঘাতক নিজাম পরিবহনের বাসটি আটক করা হয়েছে।