শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ১০ জন আহত হয়েছে, এ ঘটনা পর সন্ত্রাসীরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। রবিবার সকালে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের আলামিন বাজারে ও পরে উত্তর কামারগাও গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে আলামিন বাজারে বাঘড়া তালুকদার বাড়ি এলাকার রাজা এর সাথে উত্তর কামারগাঁও গ্রামের আব্দুর রহিমের সাথে মোটরসাইকেল পার্কিংয়ের বিষয় নিয়ে হাতাহাতি হয়ে। এ ঘটনাকে কেন্দ্র করে বেলা ১১ টার দিকে রাজা, রাসেল,বাবু ও সাকিলের নেতৃত্বে ৫০/৬০ সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আলামিন বাজারে এসে ত্রাস সৃষ্টি করে।
এ সময় সন্ত্রাসীরা আব্দুর রহিম ও তার চাচা বাজার কমিটির সাধারণ সম্পাদক আজিজ পুলিশসহ ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এরপর সন্ত্রাসীরা আব্দুর রহিমের বাড়িতে গিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। সংবাদ পেয়ে শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতদের মধ্যে আব্দুর রহিম (৩৬), আব্দুল আজিজ (৬৫),আরিফ হোসেন (২৫), রানা (৩৩), ইব্রাহিম (১৫), মাসুদ (২৫) ও জালাল (২৮) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী জানায়,রাজা, রাসেল, শাকিল ও বাবুর বিরুদ্ধে হত্যা ডাকাতি চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শ্রীনগর থানা অফিসার ইনচার্জ শাকিল আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা না হবে।