মুন্সিগঞ্জের শ্রীনাগরে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ এর আগমন উপলক্ষে প্রথম প্রহরে আনন্দ শোভাযাত্রা হয়েছে।
সকাল ৭টা ৩০মিনিটে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি সিজুয়ে স্কুল থেকে শুরু করে সকাল ৮ টায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয় । এসময় আনন্দ শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা পুলিশ প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী সহ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।
শোভাযাত্রাটি উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হলে উপজেলা মিলনায়তনে সাংকৃতিক অনুষ্ঠানে যোগদান করেন শোভাযাত্রায় অংশগ্রহণ করা মানুষ।এসময় উপজেলা প্রাঙ্গণ মিলনায়তনে বাংলা সংকৃতির নানা আয়োজনের মাধ্যমে বাংলা সংকৃতিকে সবার মাঝে তুলে ধরা হয় ।
মন্তব্য করুন