শ্রীনগরে এক চোর আটকের পর উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার সকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামে এই ঘটনা ঘটে। আটককৃত ওই চোর জানায়, তার নাম রিফাত (২২)। সে পার্শ্ববর্তী লৌহজং উপজেলার কনসার ইউনিয়নের মশদগাঁও গ্রামের আমির হোসেন শেখের ছেলে।
শনিবার দিবাগত রাতে বিবন্দী ও পার্শ্ববর্তী গ্রামের বাসা-বাড়িতে চুরি করার কথা স্বীকার করে ওই চোর। তার কোন সহযোগী ছিলনা কিনা জানতে চাইলে সে একাই চুরি করতে আসার কথা বলে। তবে স্থানীয়দের দাবী, চোরের সহযোগীরা হয়ত পালিয়ে গেছে। গত কয়েকদিন আগে অত্র এলাকায় একাধিক গরু, অটোরিক্সার ব্যাটারি, দোকানে চুরিসহ ছেচড়া চুরির ঘটনা ঘটেছে।
এসব চুরির ঘটনায় এই চোর চক্রের সম্পৃত্তা থাকাতে পারে এমটাই ধারনা করছেন তারা। এ বিষয়ে কনকসার ইউনিয়নের মশদগাঁও গ্রামের স্থানীয় মেম্বার কাউসার রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রিফাত এলাকায় চুরিচামারি করে। তার কারণে এলাকাবাসী অতিষ্ট।
কুকুটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাইয়ূম মিন্টু বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বিবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের একটি কক্ষে দরজায় ধাক্কা দিলে ভিতরে ঘুমিয়ে থাকা নির্মাণ শ্রমিক নুরু জামান দরজা খুলে বাহিরে আসে। চোর লুকানোর জন্য অন্য একটি কক্ষে ডুকলে বাহির থেকে দরজা বন্ধ করে রাখা হয়। পরে স্কুলের দপ্তরীসহ এলাকাবাসীকে খবর দেয়। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর মো. নাজমুল ওই চোরকে থানা নিয়ে যায়।
এ সময় চোরের কাছ থেকে হাতুরি, বিছানার নতুন চাদর, ইস্ত্রি, মোবাইল ফোন, শ্যাম্পুসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. শাকিল আহমেদ জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন