মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মসিউর রহমান মামুনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
[৩] শুক্রবার রাত ৮ টায় উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীর উদ্যোগে কবুতরখোলা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রাঢ়ীখাল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: মাসুদ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মসিউর রহমান মামুন।
[৪] এসময় তিনি বলেন বিগত ৫ বছর শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। জনগণের সাথে আমার ওয়াদা ছিল আমি নিজে দূর্ণীতি করব না এবং দূর্ণীতিবাজদের প্রশ্রয় দেবো না। আশা করি জনগণের ওয়াদার বরখেলাপ করিনি ও আগামীতে সততা, নিষ্ঠার সাথে যেন দায়িত্ব পালন করতে পারি এজন্য পুনরায় আপনাদের সমর্থন চাই। উপজেলা পরিষদের অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সমাপ্ত করতে আপানাদের সকলকে পাশে চাই। আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া, সমর্থন ও ভোট আশা করছি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, বর্তমান সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান চপল, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহাদাৎ, রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারেক খাঁন বারি, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজওয়ান ঢালী, সাধারন সম্পাদক হানিফ বেপারি, শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন, পাটাভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল্লাহ খাঁন মুন, শ্রীনগর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন মোদক, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খাঁন সম্পাদনা: এ আর শাকিল
মন্তব্য করুন