নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলার মালখানগর কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় মালখানগর কলেজে বৃক্ষরোপণ করে এর উদ্বোধন করা হয়। পরে ইউনিয়নের বিভিন্ন স্থানে শতাধিক বৃক্ষরোপণ করা হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান রিয়াদ। এসময় উপস্থিত ছিলেন মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক মাসুদ খান, ইউনিয়ন যুবলীগ সভাপতি মকবুল হোসেন আনু, সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান তমাল, কলেজ ছাত্রলীগের সভাপতি আকাশ আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শুভ পোদ্দার, আরিফুর রহমান, তাঁতীলীগ সভাপতি মেহেদি হাসান, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগ নেতা রিদওয়ান, কলেজ ছাত্রলীগ নেতা মাইদুল, পলক, জয়, আলফাজ প্রমুখ।
মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ওমর ফারুক বলেন, সারাদেশে তীব্র দাবদাহের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন এর নির্দেশে সিরাজদিখানের বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে শতাধিক বৃক্ষ রোপণ করেছি।
মন্তব্য করুন