শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে শ্রীনগরে ৩ হাজার শিক্ষার্থীর মাঝে হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১২ টায় শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো: আবু জাফর রিপন। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো: মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে অত্র কলেজের অধ্যক্ষ মো: আবুল হোসেন এর সঞ্চলনায় কার্ড বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাসুদুল আলম প্রমুখ।
মন্তব্য করুন