মুন্সীগঞ্জের শ্রীনগরে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সী হত্যার
মূলহোতা সহ ৩ জনকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ ।
এরা হচ্ছে ওয়াসিম খান (৩৮) পিতা কানু , মোঃ রনি (৩৫) পিতা হুমায়ুন৷ শাহিন প্রধান (৩৬), পিতা মফিজ প্রধান।
উল্লেখ গত ২৫ নভেম্বর সোমবার দুপুরে শ্রীনগর দেউলভোগ এলাকা থেকে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সি নিখোঁজ হয়ে। এর ২ দিন পর বুধবার দুপুরে শ্রীনগর খালে হতে হাত পা বাধা বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রমজান মুন্সী উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট মাঝেরহাটি গ্রামের সিরাজুল ইসলাম খোকা মুন্সির ছেলে।
এ ঘটনায় ২৯ নভেম্বর শুক্রবার রাতে রমজানের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ৩১(১১) ২৪
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তারেক অভিযান চালিয়ে ২৯ ডিসেম্বর শুক্রবার ঢাকার কদমতলী থানা এলাকা থেকে হত্যার মূল পরিকল্পনা কারী ওয়াসিম খান কে গ্রেফতার করে।
১ ডিসেম্বর ১৬৪ ধারায় মূল আসামীর জবানবন্দির সুত্র ধরে পুলিশ ঐ দিন-ই
পশ্চিম দেউলভোগ আমিন উদ্দিন হাজীর বাড়ী এলাকা থেকে রনি (৩৫) কে
এবং ছনবাড়ী এলাকা থেকে অপর আসামি শাহীন প্রধানকে গ্রেফতার করে।
২ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় পুলিশ আসামি রনি ও শাহীনকে নিয়ে
হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান।
এসময় আসামীরা লোমহর্ষক এ হত্যাকান্ডের বিস্তারিত বর্ণনা দেয় । তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বেলা ১২ টায় ছনবাড়ী শাহীন প্রধানের ভাড়া বাসা
থেকে নিহত রমজানের হাতঘড়ি উদ্ধার করে।