ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪ টায় শ্রীনগর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ কারিরা জানায় গত ১০ ই জানুয়ারী রাতে তরিকুল ইসলাম নামক এক যুবকে গ্রেফতার করে শ্রীনগর থানার পুলিশ। এ সময় কতিপয় উশৃংখল জনতা থানার ভিতরে ঢুকে হট্টগোল করার সময় আসামি তরিকুল পালিয়ে যায়।
এ ঘটনায় ১১ জানুয়ারী তারিখে বিএনপি, যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৩১ জন নেতা কর্মির নামে একটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে শ্রীনগর থানা পুলিশ। এরই প্রতিবাদে শান্তিপূর্ণ এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মো: শাহজাহান, আনোয়ার হোসেন রিদয় মিয়া,যুগ্মসম্পাদক স্বাধীন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল,শহিদুল ইসলাম কাড়াল, প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ তপন, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম, যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম পার্থ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহমেদ রনি প্রমুখ
মন্তব্য করুন