মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী নিহত ও একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকশা গ্রামের সিকদার বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম শাহিনা বেগম (৩৫), সে ও-ই গ্রামের মৃত শোরহাব শিকদারের মেয়ে। গুরুতর আহত অবস্থায় সোরহাব শিকদারের আরো তিন সন্তান—বাচ্চু শিকদার, লিটন শিকদার ও বিনা শিকদার—কে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বৃষ্টির পর তাদের বাড়ির মেইন লাইনের তারে আগুন ধরে যায়। আগুন নিভিয়ে তারগুলো চালার ওপর রাখা হয়। পরে ভেজা তারে হাত দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিনা বেগম ঘটনাস্থলেই মারা যান। তাকে বাঁচাতে গিয়ে একে একে আরও তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীনগর বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মদন গোপাল সাহা বলেন, “ঘটনাটি দুঃখজনক। আমরা জেনেছি, তারা বাসা থেকে একটি দোকানে বিদ্যুৎ সংযোগ নিয়েছিল। সংযোগটি ছিঁড়ে গেলে তারা বিদ্যুৎ না থাকা অবস্থায় সেটি পুনঃস্থাপন করার চেষ্টা করে। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে এলে দুর্ঘটনাটি ঘটে।”
মন্তব্য করুন