মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে বিদ্যালয়ের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ইজ্জত আলী (৪১) নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বেলতলী জি জে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুকুর হতে ভাসমান অবস্থা তার লাশ উদ্ধার করে শ্রীনগর থানার পুলিশ। নিহত ইজ্জত আলী গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সুইপার তলি গ্রামের আব্দুল খালেকের ছেলে। স্থানীয় এলাকাবাসী জানায় সকাল ৮টার দিকে বিদ্যালয়ের পুকুরের পানিতে এক ব্যক্তির লাশ পানিতে ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহতের মুখে ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। শ্রীনগর থানার ওসি তদন্ত আজাদ রহমান জানান মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য করুন