শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়ের করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ)মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার ১০ টায় শ্রীনগরের কেন্দ্রীয় পূজা মন্ডপ শ্রী শ্রী অনন্তদেব মন্দিরে পরিদর্শন মধ্য দিয়ে উপজেলা বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সামসুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন মুন্সি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন মোদক, সাধারণ সম্পাদক অধির দত্ত প্রমুখ। পূজা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য সহকারে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন।