শ্রীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় মোঃ আবুল হোসেন (৫৫) নামক এক অটোচালকের গলিতে লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার হরপাড়া গ্রামের দীপক দেবনাথের বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় শ্রীনগর থানার পুলিশ তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
মৃত আবুল হোসেন পরিবার পরিজন নিয়ে ওই গ্রামের পরিমল মন্ডলের বাড়িতে ভাড়া থাকতো। তার বাড়ি রংপুরে সে দীর্ঘদিন ধরে এ এলাকায় বসবাস করত। নিহতের স্ত্রী জানায়, গত এক সপ্তাহ ধরে সে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেছি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।