মাইক্রোবাস থেকে নামানোর পর শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হুরে জান্নাত তমীমা (২৫) নামক এ যুবতীকে মৃত্যু ঘোষণা করেন। সময় তখন রাত ৯ টা। যুবতীর গলার বাম পাশে আঙ্গুলের ছাপের মত কালো দাগ দেখতে পেয়ে চিকিৎসকের সন্দেহ হয়।
শ্রীনগর থানায় খবর দিলে পুলিশ আসার আগেই মাইক্রোবাসটি নিয়ে ড্রাইভার সটকে পড়ে। যুবতীর সাথে আসা দূর সম্পর্কের মামা পরিচয় দানকারী তরিকুল হাসানকে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ আসার আগ পর্যন্ত বসিয়ে রেখেছে।
যুবতী একজন গার্মেন্টস কর্মী, ঢাকা আশুলিয়া থেকে মাইক্রোবাসযোগে পিরোজপুর যাওয়ার কথা ছিল। তার পিতার নাম ওয়ালিউল্লাহ, গ্রাম সুটিয়া, উপজেলা নেছারাবাদ, জেলা পিরোজপুর।রহস্যজনক মৃত্যুর এ বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।
মন্তব্য করুন