ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের হাসাড়া থেকে ছনবাড়ী পর্যন্ত পৃথক সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও ১৫ জন যাত্রী আহত হয়েছে।
রোববার ভোর ৫ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাসাড়া কেসি রোডের আন্ডার পাশের উপর ঢাকা হতে ছেড়ে আসা মাওয়াগামী একটি ট্রাকের চাকা পাংচার হলে পিছনে থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে পাঁচ জন আহত হয়। ভোর পাঁচটার দিকে একই সড়কের নিমতলী আন্ডার পাশের উপরে সাকুরা পরিহবনের যাত্রীবাহী একটি বাস অপর একটি কাভ্যাড ভ্যানকে ধাক্কা দেয়।
এতে ঘটনা স্থলে বাস চালক ফরহাদ হোসেন(৪০) নিহত ও কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়। নিহত ফরহাদ হোসেন ফরিদপুর জেলার চর দুয়ার গ্রামের নুরু মুন্সীর ছেলে।
এ ঘটনায় প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাসাড়া হাইওয়ে পুলিশ ও শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে সড়কের যানচলাচল স্বাভাবিক করে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আব্দুল কাদের জিলানী।
মন্তব্য করুন