শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃমোঃ আওলাদ হোসেন,
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রোকেয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার সকাল সোয়া ৯ টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা দারুস সুন্নাহ জিনিয়া সালেহিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের পূর্ব পাশে রেললাইনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত রোকেয়া বেগম উপজেলার পূর্ব কামারখোলা গ্রামের মৃত ইয়াকুব শিকদারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ জানায়,ঢাকা থেকে খুলনা গামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কামারখোলা এলাকা অতিক্রম করার সময় রোকেয়া বেগম অসাবধানতাবসতঃ ট্রেন লাইনে উঠে পড়লে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।
রেলওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক(এসআই) মোখলেছ জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি এবং পৌছে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে মাওয়া রেলওয়ের স্টেশন মাষ্টার সাইফুল ইসলাম জানান, ট্রেন আসার সময় অসাবধানতাবত ট্রেন লাইনে উঠে পড়ায় এই দূর্ঘটনা ঘটেছে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য।
মন্তব্য করুন