শ্রীনগরে ছিনতাইকারীর ছিরিকাঘাতে শামিম (৩০) নামক এক অটোচালক গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে শ্রীনগর উপজেলার কেয়টখালী ডাক্তার রোডে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় রাত ৮টার দিকে শামীম তার অটোরিক্সা নিয়ে বাড়ি যাওয়ার পথে ৩/৪ জন ছিনতাইকারী তার অটোরিক্সার গতিরোধ করে। এ সময় ছিনতাইকরীরা অটোচালক শামীমকে উপর্যপরি ছুরিকাঘাত করে অটোরিক্সারটি ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা ধাওয়া করলে অটোরিক্সা ফেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় অটোচালক শামিমকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে শ্রীনগর উপজেলার কেয়টখালী গ্রামের হযরত আলী শেখের ছেলে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ বলেন,ঘটনাটি শোনার পর ওই স্থানে পুলিশ পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন