পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই অভিযান শুরু করে জেলা পুলিশ । পরে রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কেরানীগঞ্জ থেকে ডাকাত চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০), মো. ইসমাইল হালদার (৩৮), মো. রমজান বেপারী(২৭), মো. রাসেল মোল্লা (২৪) ও মো. লিমন মাতব্বর (২০)। এদের মধ্যে কামাল, ইসমাইল ও রাসেলের বাড়ি পটুয়াখালীতে। অপর দুজনের বাড়ি মাদারীপুর জেলায়।
তিনি আরো জানান, মোট ছয়জনের সঙ্গবদ্ধ চক্রটি সেদিন ডাকাতির ঘটনায় জড়িত ছিল । প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। গ্রেফতারকৃত পাঁচজনই আন্ত:জেলা ডাকাত দলের সদস্য । এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। পলাতক আরেকজনকে গ্রেপ্তারের তৎপরতা চলছে। উল্লেখ্য গত সোমবার দিবাগত রাত
২টার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় সার্ভিস রাস্তার উপর গাছ ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে ডাকাত দল। এ সময় ডাকাতরা অস্ত্র উচিয়ে দৌড়ঝাঁপ করে গাড়ি থামাতে থাকে। এ ঘটনা ধরা পড়ে ড্যাশক্যামেরায়।
মন্তব্য করুন