শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার কামারগাঁও এলাকা থেকে শ্রীনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। কাজী মনোয়ার হোসেন শাহাদাত ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। সে গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মুন্সিগঞ্জ সদরে ছাত্র হত্যার ঘটনায় জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন