ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েরর মুন্সীগঞ্জের শ্রীনগরে ভোজ্যতেল বোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ ডাকাতদের কাছ থেকে ১৫ লক্ষাধিক টাকার পামওয়েল তেল, নগদ অর্থ এবং ডাকাতির কাজে ব্যবহৃত যানবাহন জব্দ করেছে।
পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর মাল্টি ইন্টারন্যাশনাল ওয়েলমিল থেকে ৭৫ ড্রাম পামওয়েল যার মূল্য ২১,৭৫০০০ টাক নিয়ে একটি ট্রাক ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেয়। ঐদিন রাত ৯টার দিকে ট্রাকটি শ্রীনগর থানাধীন বেজগাঁও যাত্রী ছাউনির নিকটে পৌঁছালে কালো রঙের একটি ডাবল কেবিন পিকআপে করে আসা ছয়জনের একটি ডাকাত দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাকটি থামায়।
ডাকাতরা চালক মো. রাসেল (২২) ও হেলপার মো. আল-আমিন হোসেন (২৩)-কে হাতকড়া পরিয়ে পিকআপে তোলে এবং জোরপূর্বক নেশাজাতীয় জুস খাইয়ে অচেতন করে ফেলে। এরপর তারা ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীদের ছনবাড়ী হতে মুন্সীগঞ্জগামী রাস্তার পাশে ফেলে রেখে যায়।
ট্রাকের মালিক জিপিএসের মাধ্যমে ট্রাকটির গতিবিধি লক্ষ্য করে রাত ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। শ্রীনগর থানার পুলিশ ট্রাকচালক ও হেলপারকে উদ্ধার করে এবং কল্লিগাঁও এলাকা থেকে ১৮টি তেলভর্তি ড্রামসহ ট্রাকটি জব্দ করে।
এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা রুজু করা হয়। ডাকাতির ঘটনায় জড়িত থাকায় গত সোমবার রাতে ঢাকার বিভিন্ন স্থানীয় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্যকে পুলিশ গ্রেফতার করে । গ্রেফতারকৃতরা হলো: মো. আলম (৩২) নূর আলম ওরফে আলমগীর হোসেন (৩৮), মো. হেলালুজ্জামান (৩২), ও জোবায়ের আহমেদ জীবন ওরফে রাজা (৩১)।
তাদের দেয়া তথ্য অনুযায়ী যাত্রাবাড়ী থানাধীন হাজারীবাগ এলাকার একটি দোকান থেকে ডাকাতিকৃত পামওয়েল ভর্তি ৩৫টি ড্রাম, ২২টি খালি ড্রাম এবং নগদ ৩৯,০০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত দুটি গাড়ি — একটি কালো ডাবল কেবিন (রেজিঃ ঢাকা মেট্রো: ১-১১-৭৪২৫) এবং একটি নীল পিকআপ (রেজিঃ ঢাকা মেট্রো: ন-১২-৫৪০০) উদ্ধার করা হয়, ।
এ বিষয়ে আজ মঙ্গলবার দুপুর ১ঃ০০ টার সময় মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান (শ্রীনগর সার্কেল) শ্রীনগর থানায় সংবাদ সম্মেলন করে এই সকল বিষয় তুলে ধরেন। তিনি আরো জানান , অপরাধের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন