শ্রীনগর উপজেলা আটপাড়া ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয়ে উদ্বোধন, আলোচনা সভা ও শীতার্তদের মাঝে মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার বাড়ৈগাঁও বাজারে এ কর্মসূচি পালিত হয়। আটপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আওলাদ হোসেন উজ্জ্বল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদ মোঃ শফিক ভূঁইয়া, মোঃ আলমগীর আলম, আটপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি শহীদ মোড়ল, সেলিম মল্লিক, মাসুম শেখ, যুগ্ম সম্পাদক নুরুজ্জামান দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ আজমির, যুবদল নেতা মোঃ জসিম দেওয়ান, সজীব দেওয়ান প্রমুখ। আলোচনা সভা শেষে শ্রমিক দলের কার্যালয় উদ্বোধন ও প্রায় ২ শতাধিক শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মন্তব্য করুন