নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ মহিউদ্দিন আহমেদ গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার কোলাপাড়া বাজারে গণসংযোগ ও মতবিনিময় সভায় কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম মাহাবুব উল্লাহ্ কিসমতের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের পদপ্রার্থী মোঃ মহিউদ্দিন আহমেদ, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম সারোয়ার মামুন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, যুবলীগের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নেছার উল্লাহ সুজন, কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোপীনাথ দাস, কোলাপাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী আব্দুস সালাম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি হাজী আব্দুর রহিম, মোহাম্মদ শ্যামল, কোলাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মনসুর ইসলাম কুহতুর, সাধারণ সম্পাদক আতাহার হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সাজেদুল আলম ওপেন প্রমুখ।
মন্তব্য করুন