শ্রীনগর প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা -মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লাইনে অটোরিকশা -মোটর সাইকেল সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়েছে। এতে আরোহী গুরুত্বর আহত হয়েছে।
মঙ্গলবার রাত ৮ টার দিকে ঢাকা -মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লাইনে ষোলঘর বাসস্ট্যান্ডের ঢাকা মুখি সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা মোটর সাইকেল চালক জনি(৩০) ও আরোহী রিয়াদ(২৬)কে উদ্ধার চিকিৎসা জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে কে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসা ইব্রাহিম জানান, হাসপাতালে আনার পর জনির মৃত্যু হয়।তাদের বাড়ী ঢাকা লালবাগ এলাকায়।