শ্রীনগরে অজ্ঞাতনামা যুবক (২৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশে উপজেলার দোগাছি নামক এলাকায় একটি ঝোপের ভিতর থেকে শ্রীনগর থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান,এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে যুবকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন