শ্রীনগরে যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা ব্যক্তি(৩২) নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার উমপাড়া নামক এলাকায় এ দুর্ঘটন ঘটে। স্থানীয়রা জানায়, রাত ৯:৩০ টার দিকে ঢাকা মুখি দ্রুতগামী একটি বাস অজ্ঞাতনামা এক পথচারীকে চাপা দিলে ঘটনা স্থলে সে নিহত হয়। সংবাদ পেয়ে হাসাড়া হাইওয়ে থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন