শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক মোহাম্মদ ইয়ামিন শেখ (১৭) নামক এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাসাড়া নামক এলাকায় এই দুর্ঘটনটি ঘটে। নিহত ইয়ামিন শেখ সিরাজদিখান উপজেলা কুচিয়ামোড়া গ্রামের মোহাম্মদ বিলাল হোসেন শেখের ছেলে। সে কুচামোড়া আদর্শ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র। স্থানীয়রা জানান রাত ৮টার দিকে খুলনা টু ঢাকাগামী দূরপাল্লার যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতিতে চালিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ছিটকে রাস্তার উপরে পরে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়। হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন