বার্সেলোনার লা লিগা শিরোপা ধরে রাখার আশা বলতে গেলে শেষ হয়ে যায় অনেক আগেই। সবশেষ ম্যাচে জিরোনার বিপক্ষে হারে তাদের দুইয়ে থেকে আসর শেষ করার সম্ভাবনায়ও লেগেছে বড় চোট। আসছে ম্যাচে রেয়াল সোসিয়েদাদকে হারিয়ে দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করতে মরিয়া শাভি এর্নান্দেস। বার্সেলোনা কোচের মতে, লিগের রানার্সআপ হতে না পারাটা হবে তাদের জন্য বড় ব্যর্থতা।
গত সপ্তাহে জিরোনার মাঠে ৪-২ গোলে হেরে তিনে নেমে যায় বার্সেলোনা। গতবারের চ্যাম্পিয়নদের ওই হারে চার ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত হয়ে যায় রেয়াল মাদ্রিদের।
৩৫ ম্যাচে ৯০ পয়েন্ট কার্লো আনচেলত্তির দলের। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে জিরোনা। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।
ঘরের মাঠে সোমবার সোসিয়েদাদের মুখোমুখি হবে কাতালান দলটি। শনিবার আলাভেসের সঙ্গে জিরোনা ড্র করায় দুইয়ে ফেরার সুযোগ এসেছে বার্সেলোনার সামনে। রোববার সংবাদ সম্মেলনে শাভি বললেন, সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে আছেন তারা।
“দ্বিতীয় স্থানে থেকে শেষ করতে না পারাটা হবে বিপর্যয়। আমাদের দ্বিতীয় স্থান পুনরুদ্ধারের আরেকটি সুযোগ আছে। আমাদের জন্য এটা বড় সুযোগ। রেয়াল সোসিয়েদাদ শক্ত প্রতিপক্ষ। তারা রক্ষণে বেশ আগ্রাসী, আক্রমণভাগেও তাদের অনেক শক্তি আছে।”
“গুরুত্বপূর্ণ ম্যাচ এটা। (জিততে না পারাটা) বড় ধাক্কা হবে। দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করার অর্থ অনেক কিছু
মন্তব্য করুন