নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে নৌকা বিজয়ের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারী-পুরুষের মিছিলে মিছিলে সভাস্থল যেন জনসভায় রূপ নেয়। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় সিরাজদিখান উপজেলার শেখরনগর বালুর মাঠ বিভিন্ন শ্রেণি পেশার মানুষে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মহিউদ্দিন আহম্মেদ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আমজাদ শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন ভূইয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, কেন্দ্রীয় মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য মেহজাবিন আলী, শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুলসহ অন্যান্যরা।
মন্তব্য করুন