নিজস্ব প্রতিবেদক,মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন কল্লোলের পায়ে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে হেঁটে যাবার সময় হঠাৎ দুর্বৃত্তরা তার ডান পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, আমি এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটি আত্মঘাতি কি না বা তার উপরে কেউ হামলা করেছে কি না তা জানার চেষ্টা চলছে।
মন্তব্য করুন