নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে তীব্র গরমে অসুস্থ হয়ে এক বিপণন কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সাখাওয়াত হোসেন মুকুল (২৭)। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়। প্রাণ আরএফএল কোম্পানির মাঠপর্যায়ের বিপণন বিভাগে কর্মরত ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে প্রাণ আরএফএল কোম্পানির মুন্সীগঞ্জ শহরের সেলস রিপ্রেজেনটেটিভ মোহাম্মদ রোকন জানান, শনিবার দুপুরে মুন্সীরহাট এলাকায় মাঠপর্যায়ে কর্মরত অবস্থায় তীব্র গরমের কারণে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফেরদৌস হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে পথেই তার মৃত্যু হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, তার মৃত্যুর খবর জেনেছি। তবে স্বজনের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।
মন্তব্য করুন