মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক গোলাম মাওলা কায়েশ ব্যাপারীকেদল থেকে বহিষ্কার করায় মানববন্ধন করেছে ওই ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে শ্রীনগর বাইপাস সড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানায়, কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাওলা কায়েস বেপারী একজন দক্ষ ও পরিশ্রমী নেতা।কর্মীবান্ধব সফল এই নেতা নেতৃত্বে বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠে নেমেছিল বিএনপি নেতা কর্মীরা। দলীয় নির্দেশঅনুযায়ী প্রতিটি কর্মসূচি সফল ভাবে তিনি পালন করছেন। অতএব সুষ্ঠু তদন্ত করে গোলাম মাওলা কায়েস ব্যাপারীর বিরুদ্ধেআনীত বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।
মন্তব্য করুন