মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে বিকল হওয়া ট্রাক মেরামতকালে ক্যাভারভ্যান চাপায় ট্রাক চালক ও হেলপাড় নিহত হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসাড়া হাইওয়ে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ট্রাক চালক সেলিম মিয়া(৫০) পিতা-আজাহার আলী ও হেলপার লিমন(২২), পিতা-অজ্ঞাত, উভয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার
কৈলা এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ষোলঘর সংলগ্ন ঢাকা থেকে মাওয়ামুখি মহাসড়কে রাত সাড়ে ১২টার দিকে ট্রাক নং-ঢাকা মেট্রো-ট- ২০-৯৬৮০ হঠাৎ চাকা বিকল হলে চালক সেলিম মিয়া ও হেলপার লিমন ট্রাক মেরামতকালে মাওয়াগামী একটি ক্যাভারভ্যান বেপরোয়া গতিতে এসে ট্রাক চালক ও হেলপাড়কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক সেলিম মিয়ার মৃত্যু হয়। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা এসে হেল্পার লিমনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সিংহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে চালকের লাশ উদ্ধার করা হয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় হেলপাড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎক তাকেও মৃত ঘোষনা করেন। ঘাতক ক্যাভারভ্যান ও দুর্ঘটনা কবলিক ট্রাক থানা হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
মন্তব্য করুন