din9808
১২ মে ২০২৪, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রদের জন্য উপবৃত্তির নীতিমালা পরিবর্তনের ভাবনা সরকারের

ছাত্রদের জন্য উপবৃত্তির নীতিমালা পরিবর্তনের ভাবনা সরকারের

ছাত্রীদের তুলনায় পিছিয়ে পড়া ঠেকাতে ছাত্রদের জন্য উপবৃত্তিকে একটি উপায় হিসাবে কাজে লাগানোর ভাবনার কথা বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।রোববার এসএসসি ও সমমানের ফল প্রকাশ অনুষ্ঠানে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রসঙ্গ টেনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “ছাত্রীদের জন্য আমরা অনেক বিশেষ ব্যবস্থা, দীর্ঘদিন ধরে উপবৃত্তি, সেগুলো ছিল; সেগুলো এখন ছাত্র এবং ছাত্রী সকলের জন্য সমানভাবে দেওয়া হচ্ছে।

“তবে, সেক্ষেত্রে যদি সেটা যথাযথভাবে কাজ না করে, আমরা সেগুলো পরির্তন করে ছাত্ররাও যাতে সমানভাবে ছাত্রীদের সাথে এগিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদেরকে তিনি (প্রধানমন্ত্রী) বলেন।”

এ বছরও পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা।

চলতি বছর ৮৪ দশমিক ৪৭ শতাংশ ছাত্রী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করেছে, যেখানে ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যেও বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রীরা।

এবার পূর্ণাঙ্গ জিপিএ অর্থাৎ পাঁচ এ পাঁচ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। তাদের মধ্যে ৮৩ হাজার ৩৫৩ জন ছাত্র; আর ৯৮ হাজার ৭৭৬ জন ছাত্রী। সেই হিসেবে ১৫ হাজার ৪২৩ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন

গত সাত বছর ধরেই মাধ্যমিকে পাসের হারের দিক থেকে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ২০২৩ সালে ৮১ দশমিক ৮৮ শতাংশ ছাত্রী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করে, যেখানে ছাত্রদের পাসের হার ছিল ৭৮ দশমিক ৮৭ শতাংশ।

গতবার জিপিএ-৫ পাওয়া ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থীর মধ্যে ৮৪ হাজার ৯৬৪ জন ছাত্র; আর ৯৮ হাজার ৬১৪ জন ছাত্রী।

রোববার সকালে গণভবনে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ছাত্রদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরতে গিয়ে ছাত্র-ছাত্রীর ব্যবধান নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী।

ছেলেদের সংখ্যা কমার কারণ জানার পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিবিএসকে বলতে পারি জরিপের সময় এটা জানার চেষ্টা করতে। কী কারণে ছেলেরা কমবে? মেয়েরা বাড়লে খুশি হই। সমান সমান হলে ভালো। কিন্তু ছেলে কেন কমলো এটা জানতে হবে। ছেলেরা পিছিয়ে আছে কেন জানতেই হবে। এটা যার যার বোর্ডে খোঁজ নেবেন। কিশোর গ্যাং কালচার দেখতে পাচ্ছি। কাজেই এটা খতিয়ে দেখতে হবে।”

বর্তমানে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ে পৃথকভাবে উপবৃত্তি ও টিউশন ফি সুবিধা দেওয়া হয়। প্রতিটি ক্ষেত্রে নির্ধারিত শর্তাবলীর আলোকে উপবৃত্তির আবেদন বিবেচনা করা হয়।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের শিক্ষা সহায়তা ট্রাস্টের হিসাব বলছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় মাধ্যমিক ও সমপর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ২০২২-২৩ অর্থবছরে মোট ৫০ লাখ ৫৩ হাজার ৬৬১ জনকে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ করা হয়।

এর মধ্যে ২০ লাখ ২২ হাজার ৯৫ জন ছাত্রের বিপরীতে ছাত্রীর সংখ্যা ছিল ৩০ লাখ ৩১ হাজার ৫৬৬ জন। সব মিলিয়ে তাদের দেওয়া অর্থের পরিমাণ ছিল প্রায় এক হাজার ৪৭৫ কোটি টাকা।

উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০২২-২৩ অর্থবছরে উপবৃত্তি ও টিউশন ফি হিসাবে বিতরণ করা হয়েছে ৫০৩ কোটি টাকার বেশি। ৪ লাখ ৪৬ হাজার ৯৭৫ ছাত্রীর বিপরীতে ৩ লাখ ১৫ হাজার ৬১৮ জন ছাত্র এই সহায়তা পেয়েছে।

ওই অর্থবছরে স্নাতক পর্যায়ে ১ লাখ ৪৫ হাজার ৯৮৯ শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি হিসাবে বিতরণ করা হয়েছে প্রায় সাড়ে ৭৯ কোটি টাকা। ৮৪ হাজার ২৮ ছাত্রীর বিপরীতে সহায়তা পাওয়া ছাত্রের সংখ্যা ছিল ৬১ হাজার ৯৬১ জন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী নওফেল সাংবাদিকদের বলেন, “আমাদের এখন বিশেষভাবে ভাবতে হবে ছাত্রদের বিষয়ে, পরীক্ষার্থী হিসাবে ১ শতাংশ পয়েন্ট যেহেতু কম অংশগ্রহণ হয়েছে, এটার কারণ আসলে কী? পাশের হারের ক্ষেত্রেও এবং জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রদের সংখ্যা ছাত্রীদের চাইতে তুলনামূলকভাবে কিছুটা কম।

“সেই কারণটা তিনি (প্রধানমন্ত্রী) অনুসন্ধান করতে বলেছেন। তিনি বিশেষভাবে বলেছেন যে, ছাত্র এবং ছাত্রী, তারা সমানভাবে যাতে এগিয়ে যায়। সেই লক্ষ্যে আমাদেরকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে ভুয়া এডিশনাল ডিআইজি আটক

শ্রীনগরে নববধূ রহস্যজনক মৃত্যু

শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেপ্তার

শ্রীনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার,লুট হওয়া মালামাল ও সরঞ্জাম উদ্ধার

শ্রীনগরের যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত, ঘাতক বাস আটক

শ্রীনগরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর

১০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

১১

শ্রীনগরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১২

শ্রীনগর পদ্মা নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

১৩

শ্রীনগরে বস্ত্র ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১০

১৪

বৈশাখের প্রথম প্রহরে শ্রীনগরে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

১৫

শ্রীনগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোচালক আহত

১৬

শ্রীনগরে অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত, আহত দুই

১৭

ঈদের দিন থেকে টেলিটকের ডাটা প্যাকেজের দাম কমছে

১৮

চীন থেকে ২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ-ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ

১৯

চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

২০