* গজারিয়ায় সকলে ঐক্যবদ্ধ হওয়ায় স্বতন্ত্র প্রার্থীকে কেউ হারাতে পারবে না : আমিরুল ইসলাম
* আপনাদের দোয়া ও ভালোবাসায় ভোটের মাধ্যমে ৭ তারিখ কাঁচি মার্কাকে জয়যুক্ত করবেন: স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লব
নিজস্ব প্রতিবেদক
গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় গজারিয়া উপজেলার বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের নির্বাচনি সভায় মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন বলেন, স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহিত করবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থী হবার সুযোগ করে দিয়েছেন সকলকে। প্র্রধানমন্ত্রী বলেছেন, জনগণের মন জয় করে ভোটের মাঠ থেকে বিজয়ী হয়ে আসতে হবে, সেটা নৌকা হোক বা অন্য কোনো প্রতীকের প্রার্থী। আগামী ৭ তারিখ ভোট দিতে নির্বিঘ্নে সকলে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট প্রয়োগ করবেন। এখানে কোনো অপশক্তি আপনাদের রুখতে পারবে না।
গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, গজারিয়ায় সর্বস্তরের মানুষ আজ ঐক্যবদ্ধ। দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আশা করি, স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব বিশাল ভোটের ব্যবধানে জয় লাভ করবেন।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব বলেন, জনগণের ভালোবাসায় আমি আজ স্বতন্ত্র প্রার্থী। এ এলাকায় বিগত দিনগুলোতে যে অত্যাচার, জুলুম, হত্যা, হামলা, মামলা হয়েছে, এ অত্যাচার থেকে জনগণকে মুক্ত করতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আশা করি, অন্য প্রার্থীদের সঙ্গে আমার যোগ্যতা বিবেচনা করে আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভোটের মাধ্যমে ৭ তারিখ কাঁচি মার্কাকে জয়যুক্ত করবেন। আমি বিজয়ী হলে সারাজীবন কামলা হয়ে আপনাদের সেবা করবো।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমিনুর রহমান হারুন শিকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ হাফিজুর রহমান খাঁন, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আহমেদ খাঁন জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা তানেস উদ্দিন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান দেওয়ান মনা, বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আশরাফুল ইসলাম জয়, যুবলীগ নেতা আবুল বাশার। এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন